দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতে ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২–এর আওতায় রাজনৈতিক দল হিসাবে নিবন্ধনের জন্য আর্টিকেল নাইনটি বি–এর শর্ত অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধনের আবেদনের প্রেক্ষিতে দলটিকে ২০০৮ সালের ৫ নভেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে নিবন্ধন দেওয়া হয়েছিল। হাইকোর্ট বিভাগের একটি রিটের রায়ের প্রেক্ষিতে ২০১৮ সালের ২৮ অক্টোবর দলটির নিবন্ধন বাতিল করা হয়।
এতে আরও বলা হয়, পরে আপিলের প্রেক্ষিতে হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করে জামায়াতের নিবন্ধন পুনর্বহালের আদেশ দেয় আপিল বিভাগ। এর প্রেক্ষিতে আগের প্রজ্ঞাপন বাতিল করে জামায়াতে ইসলামীর নিবন্ধন দলীয় প্রতীকসহ পুনর্বহাল করা হলো।
https://slotbet.online/