সুবিধাবঞ্চিত, ছিন্নমূল ও অসহায় শিশু-কিশোরদের শিক্ষার আলো পৌঁছে দিতে ৪৭ বছর ধরে নিরলসভাবে কাজ করছে ‘সুরভি’।প্রতিষ্ঠানটির ধানমন্ডি কার্যালয় পরিদর্শন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে কার্যালয়ে পৌঁছালে সুরভির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীরা ফুলেল শুভেচ্ছায় তাকে স্বাগত জানান। পরে তিনি একটি বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
ডা. জুবাইদা রহমান সুরভির ক্লাসরুম পরিদর্শন করেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলেন। তিনি তাদের কবিতা আবৃত্তি, কোরআন তেলাওয়াতসহ বিভিন্ন সাংস্কৃতিক দক্ষতা প্রদর্শনের আহ্বান জানান এবং তাদের উৎসাহ দেন।
জুবাইদা রহমান বলেন, ‘তোমাদের স্বপ্নপূরণে আমি পাশে থাকব।
পরবর্তীতে সুরভির ৪৭ বছরের কার্যক্রমের ওপর একটি আলোকচিত্র ও চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। পরিদর্শন করেন তার মা, সুরভির প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত সমাজসেবক সৈয়দা ইকবাল মান্দ বানুর আঁকা চিত্রকলাও।
এছাড়া তিনি সুরভির ওপর নির্মিত একটি ভিডিওচিত্র উপভোগ করেন। এ সময় সুরভির নির্বাহী পরিচালক মো. আবু তাহের, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
সবার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন, ‘সুরভির ছাত্রছাত্রীরা কোরআন তেলাওয়াত, তরজমা, কবিতা আবৃত্তি, উপস্থাপনা, গান, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক চর্চায় পারদর্শী।’
তিনি জানান, শিক্ষাদান কর্মসূচির পাশাপাশি সুরভির রয়েছে নানা সমাজকল্যাণমূলক উদ্যোগ। যেমন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা, ৪১ জেলায় টিউবওয়েল স্থাপন, বন্যার্তদের ত্রাণ কার্যক্রম, নারীদের কম্পিউটার প্রশিক্ষণ, উচ্চশিক্ষার জন্য বৃত্তি, মেডিকেল সরঞ্জাম বিতরণ, রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি।
সৈয়দা ইকবাল মান্দ বানুর ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত সুরভি ইতোমধ্যে প্রায় ৪০ লাখ শিশু-কিশোরকে শিক্ষার আলোয় আলোকিত করেছে।
এ রকম আরো সংবাদ...