ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা (রাত আনুমানিক ২:৩০ মিনিটে ) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ২১ মে বুধবার সকাল সাড়ে ৯ টায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় ঈমামতি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই, মহাসচিম হাফেজ মাওলানা ইউনুছ আহম্মেদ প্রমূখ।
পরে আলহাজ্ব খন্দকার গোলাম মাওলার লাশ তার গ্রামের বাড়ী বাকেরগঞ্জের কলসকাঠিতে নিয়ে আসলে দ্বিতীয় জানাজা নামাজ আজ বাদ আসর কলসকাঠীর ক্ষুদ্র কাঠি গ্রামে অনুষ্ঠিত হয়। জানাজা নামে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটির বরিশাল জেলা মহানগর পটুয়াখালী জেলা ঝালকাঠি জেলার দায়িত্বশীল ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর ওজেলা দায়িত্বশীল চরমোনাই মাদ্রাসার শিক্ষকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। পরে তার লাশ তার বাড়ির পারিবারিক কবস্থানে দাফন করা হয়।
এ রকম আরো সংবাদ...