• মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন

আলেকান্দা সরকারি কলেজে শিক্ষার্থীদের ১১ দফায় অধ্যক্ষের আশ্বাস

তৌহিদুল ইসলাম রোহান / ২৫১ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৯ মে, ২০২৫

আলেকান্দা সরকারি কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ গঠনের লক্ষ্যে আজ সকাল ১১টায় কলেজ অধ্যক্ষ বরাবর একটি স্মারক লিপি পেশ করেছেন শিক্ষার্থীরা। স্মারকে তারা মোট ১১ দফা দাবি উত্থাপন করেন, যা কলেজের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও নিরাপদ শিক্ষাপরিবেশ নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করেন শিক্ষার্থীরা।

১১ দফা দাবিগুলো হলো:
১. শিক্ষক সংকট দ্রুত দূর করা।
২. বিদ্যমান ICT ল্যাব সংস্কার ও আধুনিকীকরণ।
৩. কলেজ মাঠ সংস্কার ও শিক্ষার্থী বান্ধবভাবে ব্যবহারযোগ্য করা।
৪. শ্রেণিকক্ষ সংকট নিরসনে নতুন ভবন নির্মাণ।
৫. মাদক ও সন্ত্রাস মুক্ত নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা।
৬. অপ্রয়োজনীয় ভবন ভেঙে ফুলের বাগানসহ পরিবেশবান্ধব প্রকল্প তৈরি।
৭. পর্যাপ্ত মাল্টিমিডিয়া ক্লাসের সুযোগ সৃষ্টি।
৮. বিজ্ঞানাগার (সাইন্স ল্যাব) সংস্কার করে কার্যকর ব্যবহার নিশ্চিত করা।
৯. সহপাঠ কার্যক্রম (Co-curricular activities) গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ।
১০. কলেজ ক্যাম্পাসে ক্যান্টিন চালু করা।
১১. ছাত্রাবাস নির্মাণ।

স্মারক গ্রহণ করে কলেজের অধ্যক্ষ মাসুদ রেজা বলেন, “তোমাদের দাবি গুলো যৌক্তিক। আমি যত তারাতারি সম্ভব কাজ শুরু করবো।” শিক্ষার্থীদের এমন সচেতন ও সংগঠিত উদ্যোগে তিনি সন্তোষ প্রকাশ করেন।

স্মারক পেশের সময় আরও উপস্থিত ছিলেন কলেজ অফিসার্স কাউন্সিলের সম্মানিত সম্পাদক মো: সাহাদাত হোসাইন। তিনি বলেন, “শিক্ষার্থীদের এই ১১ দফা দাবি বাস্তবায়ন হলে কলেজের পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে। আমরা সবাই মিলে এগুলো বাস্তবায়নের চেষ্টা করবো।”

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, তারা কেবল অভিযোগ নয়—সমাধানের পথ তৈরি করতেই এ দাবি তুলে ধরেছেন। শিক্ষা, পরিবেশ ও নিরাপত্তার সমন্বয়ে একটি আধুনিক কলেজ গড়ার লক্ষ্যেই তারা এই পদক্ষেপ নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

One response to “আলেকান্দা সরকারি কলেজে শিক্ষার্থীদের ১১ দফায় অধ্যক্ষের আশ্বাস”

  1. Md Shahadat Hossain Mirda says:

    শিক্ষার্থীদের এই এগারো দফা দাবী অত্যন্ত যৌক্তিক । আলেকান্দা সরকারি কলেজ একটি নতুন কলেজ। কলেজটি কমার্শিয়াল কলেজ থেকে জেনারেল কলেজে রুপান্তরিত হবার পরে অবকাঠামোগত কোন উন্নয়ন হয়নি। কলেজে পর্যাপ্ত ক্লাস রুম নেই।
    নেই কোন বিজ্ঞান ভবন। বিভাগীয় শহরের প্রাণকেন্দ্র কলেজটি অবস্থিত হলেও শিক্ষার্থীদের কোন আবাসিক ব্যবস্থা নেই।
    সমস্যা গুলো দ্রুত সমাধান হওয়া জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/