• শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় ৩ লক্ষাধীক টাকার ইয়াবা ও তৈরির কাঁচামাল  ক্রিস্টাল আইচ সহ আটক -৪  জুলাই সনদ ঘোষনার দাবিতে বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কলাপাড়ায় কৃষক বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পটুয়াখালী জেলা প্রশাসক  এ সরকার দেশের স্বার্থ বিক্রি করার জন্য আসেনি : নৌপরিবহন উপদেষ্টা নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে বরিশালে বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন শ্রমিক কল্যাণের উদ্যোগে জুলাই যোদ্ধাদের জন্য দোয়া মাহফিল অসহায়দের স্বাবলম্বী করতে সেলাই মেশিন ও ভ্রাম্যমান কফি মেকার বিতরন এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ৩৯ টাকা সৃষ্টিকর্তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য : যুবক আটক

যৌক্তিক সংস্কার দ্রুত শেষ করে সংসদ নির্বাচন দিন- অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার

প্রতিনিধি / ৫৭ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৪ মে, ২০২৫

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, যৌক্তিক সংস্কার দ্রুত শেষ করে সংসদ নির্বাচনের আয়োজন করেন। ভোটাধিকার বঞ্চিত দেশবাসী ভোট প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনে মুখিয়ে রয়েছে। দেশের জনগণ যাদের ভোট দিয়ে নির্বাচিত করবে তারাই দেশ পরিচালনাসহ সংস্কার করবে। গতকাল বুধবার বিকালে নগরীর অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত দোয়া মোনাজাত অনুষ্ঠানের আগে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া সুচিকিৎসা শেষে দেশে ফেরা ও শারীরিক সুস্থতা কামনায় এ দোয়া হয়েছে। সাবেক সংসদ সদস্য সরোয়ার আরো বলেন, দেশের আইন শৃংখলা পরিস্থিতি ভাল না থাকার কারণে জনসাধারণ চরম নিরাপত্তাহীনতায় ভূগছে। যার প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাগর হত্যাকাণ্ড। তাই জনসাধারণের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করতে নির্বাচন জরুরী হয়ে দাঁড়িয়েছে। সরোয়ার বলেন, আওয়ামী আমলে খালেদা জিয়াকে বিনাচিকিৎসায় হত্যা করতে চেয়েছিল শেখ হাসিনা। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা দেয়া হয়েছে। এখন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে বিদেশে রয়েছে। অন্যদিকে খালেদা জিয়া এখন দেশে। বর্তমানে দেশে থাকা আওয়ামী লীগের যেসকল নেতাকর্মী বিএনপির নেতাকর্মীদের উপর হামলা করছে তাদের ছাড় দেয়া হবে না। বিএনপির মধ্যে যেসকল নেতাকর্মী অরাজকতা করছে তাদের সচেতন হতে হবে। নিজের ব্যক্তিগত অপরাধের দায় দল নেবে না।
সরোয়ার আরও বলেন, বরিশালে কোন অরাজকতা-চাঁদাবাজী চলবে না। বরিশালে যারা বিএনপির ক্ষতি করছে তাদের হুশিয়ারী করছি। এ পথে হাঁটলে কেন্দ্র অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেবে। এসময় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা (দক্ষিণ) নজরুল ইসলাম খান রাজন, বরিশাল জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান ইসলাম চৌধুরী বাবুল, বিএনপির জ্যেষ্ঠ নেতা অ্যাডভোকেট মহসিন মন্টু, সৈয়দ হাসান, আনোয়ারুল হক তারিন, সৈয়দ আকবর, কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান মামুন, মহানগর ছাত্রদলের সহ সভাপতি তরিকুল ইসলাম তরিক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/