• সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ অপরাহ্ন

বিয়ের দাবিতে অনশনে থাকা ছাত্রীর বিরুদ্ধে মামলা

বরগুনা প্রতিনিধি / ৯৩ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৪ মে, ২০২৫

বরগুনার আমতলীতে বিয়ের দাবিতে কুয়েত প্রবাসীর বাড়িতে অনশন করা ছাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার (৫ মে) দুপুরে বরগুনার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মহত্যার প্ররোচনা ও হুমকি ধমকির অভিযোগে মামলা দায়ের কুয়েত প্রবাসী মহিউদ্দিন বিশ্বাসের ভাই আল-আমিন বিশ্বাস। পরে শুনানি শেষে আদালত আমতলী থানাকে মামলাটি এজহার হিসেবে গ্রহণের আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মো. রেজাউল করিম রেজা। তবে মামলা দায়েরের বিষয়টি অস্বীকার করেছেন বাদী আল-আমিন বিশ্বাস। তার দাবি, তার কুয়েত প্রবাসী ভাই মহিউদ্দিন বিশ্বাসের সঙ্গে অনশন করা ওই ছাত্রীর সঙ্গে বিয়ের আলোচনা চলছে।

এর আগে শনিবার (৪ মে) নিজেকে ১৬ বছরের প্রেমিকা দাবি করে কুয়েত প্রবাসী মহিউদ্দিন বিশ্বাসের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেন এক ছাত্রী।

এ বিষয়ে অনশন করা ওই ছাত্রী বলেন, আমার জীবন থেকে মহিউদ্দিন ১৬টি বছর নষ্ট করে দিয়েছে। আমার পরিবার বেশ কয়েকবার বিয়ের উদ্যোগ নিলেও মহিউদ্দিন ভেঙ্গে দিয়েছে। এখন আবার মহিউদ্দিনের বড় ভাই আল-আমিন আমার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আত্মহত্যা করা ছাড়া এখন আমার আর কোনো পথ খোলা নেই।

এ বিষয়ে জানতে প্রবাসী মহিউদ্দিন বিশ্বাসের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে মামলার বাদী আল-আমিন বিশ্বাস বলেন, আমার ভাই মহিউদ্দিন বিশ্বাসের সঙ্গে ওই মেয়ের বিয়ের কথাবার্তা চলছে। আমি কেন তার বিরুদ্ধে মামলা দেব?

এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী মো. রেজাউল করিম রেজা বলেন, অনশন করা ওই ছাত্রীকে আসামি করে কুয়েত প্রবাসী মহিউদ্দিন বিশ্বাসের বড় ভাই আল-আমিন বিশ্বাস বাদী হয়ে আদালতে মামলা করেছেন। শুনানি শেষে আদালত আমতলী থানাকে মামলাটি এজহার হিসেবে গ্রহণের আদেশ দিয়েছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, মামলা গ্রহণের বিষয়ে এখন পর্যন্ত আদালতে কোন নির্দেশের কপি পাইনি। আদালতের আদেশ পাওয়া মাত্র আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/