খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের জন্য প্রায় ৮ জন অধ্যাপককে শর্টলিস্ট করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিগগিরই তাঁদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে বলে জানা গেছে।
সোমবার (৭ জুলাই) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, কুয়েটের জন্য ২০ জন এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য ৪৮ জন অধ্যাপক জীবনবৃত্তান্ত জমা দিয়েছিলেন। জমা দেওয়া সিভির মধ্যে প্রায় আটজন অধ্যাপকের জীবনবৃত্তান্ত বাছাই করা হয়েছে। চলতি সপ্তাহে তাদের সাক্ষাৎকারের জন্য ডাকা হতে পারে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, ‘আমরা সিভিগুলো গুরুত্ব দিয়ে বাছাই করেছি। যাদের অ্যাকাডেমিক দক্ষতা রয়েছে, ভালো জার্নালে গবেষণা প্রকাশিত হয়েছে, শর্টলিস্ট করার ক্ষেত্রে তাদের প্রাধান্য দেওয়া হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে শর্টলিস্ট হওয়া অধ্যাপকদের মন্ত্রণালয়ে ডাকা হতে পারে।’
সাক্ষাৎকারের পরবর্তী ধাপ সম্পর্কে জানতে চাইলে ওই কর্মকর্তা আরও জানান, ‘সাক্ষাৎকারের পর শর্টলিস্ট আরও ছোট করা হবে। হয়তো দুই বিশ্ববিদ্যালয়ের জন্য দুইজনকে মনোনয়ন করে অনুমোদনের জন্য রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হবে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি উপাচার্য নিয়োগে গঠিত সার্চ কমিটি চূড়ান্ত করবে।’
গত ১০ জুন কুয়েট ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে বিজ্ঞপ্তি দেয় শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে উপাচার্য পদে আগ্রহী প্রার্থীদের ২৬ জুন বিকেল ৫টার মধ্যে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য সব কাগজপত্রসহ মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব বরাবর আবেদন পাঠাতে বলা হয়।
বিজ্ঞপ্তির তথ্যমতে, উপাচার্য পদে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই পিএইচডি ডিগ্রিধারী হতে হবে। কুয়েটের জন্য পিএইচডি ডিগ্রিটি প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ের হতে হবে। আর বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গ্রহণযোগ্য হবে।
আবেদনকারীর কমপক্ষে ২০ বছরের শিক্ষকতা অথবা ৫ বছরের গবেষণাসহ ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত- যেমন শিক্ষা পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, ছাত্রকল্যাণ এবং একাডেমিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের অভিজ্ঞতাও আবশ্যক।
যাদের বিদেশি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক বা প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে, তাদের অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।
আবেদনকারীদের আন্তর্জাতিক জার্নালে উল্লেখযোগ্যসংখ্যক গবেষণা ও প্রকাশনার অভিজ্ঞতা থাকতে হবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে পাণ্ডিত্যপূর্ণ স্বীকৃতি থাকলে সেটিও বাড়তি যোগ্যতা হিসেবে দেখা হবে। আবেদনকারীর বয়স কমপক্ষে ৪৫ বছর হতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
https://slotbet.online/