• শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই সনদ ঘোষনার দাবিতে বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কলাপাড়ায় কৃষক বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পটুয়াখালী জেলা প্রশাসক  এ সরকার দেশের স্বার্থ বিক্রি করার জন্য আসেনি : নৌপরিবহন উপদেষ্টা নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে বরিশালে বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন শ্রমিক কল্যাণের উদ্যোগে জুলাই যোদ্ধাদের জন্য দোয়া মাহফিল অসহায়দের স্বাবলম্বী করতে সেলাই মেশিন ও ভ্রাম্যমান কফি মেকার বিতরন এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ৩৯ টাকা সৃষ্টিকর্তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য : যুবক আটক ‎আবার লাল জুলাই: প্রোফাইলের রঙে জেগে উঠেছে এক বিপ্লবের চেতনা

জাতির প্রত্যাশা পূরন হয় নায় যেটা অন্তর্বর্তী সরকার দিয়েছে : সেলিমা রহমান

স্টাফ রিপোর্টার / ৯৫ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৯ জুন, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেকপ প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, আমাদের বিএনপির তরফ থেকে জানিয়ে দিয়েছে একটা জাতির প্রত্যাশা পূরন হয় নায়, যেটা অন্তর্বর্তী সরকার দিয়েছেন। কারন আমরা নির্বাচন চেয়েছি ডিসেম্বরে।

তার কারন হচ্ছে আমাদের কত গুলো সময় আছে যে সময় গুলোর মধ্যে নির্বাচন করলে তা সুন্দর হবে। তার কারন হচ্ছে ফেব্রুয়ারী থেকে মার্চ পর্যন্ত যাবে রোজা তার পরেই শুরু হবে পাবলিক পরীক্ষা। পাবলিক পরীক্ষার সময় নির্বাচন নিয়ে হুরুস্তুর করা এটা কোনটাই যৌতিক না। এজন্যই আমরা ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছিলাম। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার হয় তো ওনি চিন্তা করবেন এবং জনগনের যে দাবি প্রত্যাশা সেটা পূরন করবেন।

সোমবার (৯ জুন) বিকেলে বরিশালের মুলাদী পৌরসভার ৬নং ওয়ার্ডে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মুলাদী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সহ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নেতাকর্মীদের নিয়ে ঈদ পূর্নমিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যেব্যে তিনি একথা বলেছেন।

সেলিনা রহমান আরো বলেন, দেশের মূল জায়গাগুলোতে এখনো ফ্যাসিস্টের দোসররা ঘাপটি মেরে বসে আছে। তারা পরিকল্পিতভাবে উঠে আসার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। তাই বর্তমানে আমাদের দেশের জনগণ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে। আশা করি সামনের দিন গুলোতেও এরকমের ঐক্যবদ্ধ থাকলে এই দেশের মাটিতে তাদের আর জায়গা হবে না।

তিনি আরো বলেন, দেশে অবশ্যই সংস্কারের প্রয়োজন আছে, তবে সেটা করতে হবে নির্বাচিত সরকারকে। সংস্কার হতে হবে মানুষের মনের ভেতর থেকে, মানুষের চিন্তা-চেতনা থেকে।

বরিশাল উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ ছত্তার খানের আয়োজনে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে ঈদ পূর্নমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেন্দ্রীয় আইনজীবি ফোরামের ১ নং সহ- সম্পাদক ব্যারিষ্টার এম মনিরুজ্জামান আসাদ সহ মুলাদী-বাবুগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্ধরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/