• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন

হাসিনার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল

দর্পন ডেস্ক / ৮৩ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১ জুন, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে তিন জনের বিরুদ্ধে দেয়া অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সেইসঙ্গে শেখ হাসিনা ও আরেক অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলাটিতে তিনজন অভিযুক্তের মধ্যে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার রয়েছেন। এই মামলায় তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি হয়েছে।

এর আগে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে জমা দেয় প্রসিকিউশন। শেখ হাসিনার বিরুদ্ধে সাড়ে ৮ হাজার পৃষ্ঠার অভিযোগপত্র ট্রাইব্যুনালে জমা দেয়া হয়। তার বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আজ রোববার দুপুর ১২ টার পর ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের ব্যাপারে সূচনা বক্তব্য দেন। এরপর ট্রাইব্যুনালে অভিযোগ পড়ে শোনানো হয়। এটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/