গত বছরের ৩০ জুলাই। বাংলাদেশের ডিজিটাল পরিসর হঠাৎই রাঙা হয়ে উঠেছিলো এক অভূতপূর্ব প্রতীকে লাল।
সে রাত, শুধু আরেকটি তারিখ ছিলো না; ছিলো প্রতিবাদের এক সাইবার ধ্বনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে “জুলাই বিপ্লব”-এর সূচনায় লাখো মানুষ তাদের প্রোফাইল রঙিন করেছিলো প্রতিবাদের রঙে।
আজ থেকে সেই ঘটনার এক বছর পূর্ণ হতে যাচ্ছে—তবে ঠিক আজ নয়, আজ থেকে শুরু হলো সেই অপেক্ষার মাস।
একটি গ্রীষ্মপ্রধান দেশের উত্তপ্ত জুলাই মাস আবার আসছে তার নিজস্ব অভিপ্রায় নিয়ে।
সামাজিক মাধ্যমে আজ থেকেই দেখা যাচ্ছে সেই আগুনের সুর।
বেশ কিছু প্রোফাইলে লাল রঙ ফিরে এসেছে—বলে দিচ্ছে, এই মাস শুধু দিনপঞ্জির হিসেব নয়, চেতনার একটি পুনরাবৃত্তি।
অনেকেই ফেসবুক বা এক্স প্রোফাইলে ফের লাল ছবি লাগিয়েছেন। কেউ লিখেছেন “আবার জুলাই,” কেউ আবার নিরবে একটি আগের পোস্ট রিপোস্ট করে দিয়েছেন।
একজন জুলাই আন্দোলন কারি ক্যাপশন এ লিখেছেন লিখেছেন,
“জুলাই মানে শুধু একটি মাস নয়, একটি মানসিক বিপ্লব। আজও লাল মানে আমি মনে রেখেছি।”
আবার কেউ কেউ লিখছেন,
”এই লাল মানে রাগ নয়, দ্রোহ নয় শুধু এ এক চেতনা, একটি ঐক্যের প্রতিচ্ছবি।”
কোন কোনা জুলাই যোদ্ধা বলছে,”বাতাসে বারুদ আর মৃত্যুর গন্ধ নিয়ে জুলাই আবার আমাদের জানালায়। জুলাই আমার অস্তিত্ব, আমাদের অস্তিত্ব। খুনি হাসিনার বিচারের মাধ্যমে শহীদদের রক্তের বদলা না নেওয়া পর্যন্ত জুলাই চলবে।
আজ ৩৬৬ তম জুলাই।
ইনকিলাব জিন্দাবাদ।”
এই প্রতিবেদন লেখার সময়ও দেখা যাচ্ছে, ফেসবুক-ইনস্টাগ্রাম-টেলিগ্রামের ওয়ালগুলো একযোগে রাঙা।
কে বলবে, এটি ২০২৫? মনে হয় যেন ২০২৪-এর সেই আগুনঝরা জুলাই আবার ফিরে এসেছে।
https://slotbet.online/