• শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই সনদ ঘোষনার দাবিতে বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কলাপাড়ায় কৃষক বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পটুয়াখালী জেলা প্রশাসক  এ সরকার দেশের স্বার্থ বিক্রি করার জন্য আসেনি : নৌপরিবহন উপদেষ্টা নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে বরিশালে বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন শ্রমিক কল্যাণের উদ্যোগে জুলাই যোদ্ধাদের জন্য দোয়া মাহফিল অসহায়দের স্বাবলম্বী করতে সেলাই মেশিন ও ভ্রাম্যমান কফি মেকার বিতরন এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ৩৯ টাকা সৃষ্টিকর্তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য : যুবক আটক ‎আবার লাল জুলাই: প্রোফাইলের রঙে জেগে উঠেছে এক বিপ্লবের চেতনা

বন্ধ করে দেয়া হয়েছে গৌরনদী-খুলনা রুটে পরিবহন চলাচল

হাসান মাহমুদ, গৌরনদী প্রতিনিধি / ৬২ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

বরিশাল-গৌরনদী ভায়া পয়সারহাট থেকে খুলনা রুটের পরিবহন চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে বরিশাল বাস মালিক সমিতির নেতৃবৃন্দের বিরুদ্ধে।

এতে করে ওই রুট দিয়ে প্রতিদিন চলাচলকারী হাজার হাজার যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে কোরবানী উপলক্ষে ওই রুটে প্রতিনিয়ত চলাচলরত হাজার হাজার যাত্রীদের এখন সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

চাঁদা আদায়ের ভিন্ন কৌশল হিসেবে রুটটি বন্ধ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভূক্তভোগি পরিবহনের মালিক ও শ্রমিকরা।

গৌরনদী-খুলনা রুটে চলাচলকারী পরিবহন মালিক ও শ্রমিক সূত্রে জানা গেছে, গৌরনদী-গোপালগঞ্জ আঞ্চলিক সড়ক চালু হওয়ার পর থেকে রুটটি ব্যবহার করে বরিশাল, পটুয়াখালী ও ভোলার যাত্রীরা কম সময়ের মধ্যে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, নড়াইল ও যশোরে যাতায়াত করে আসছেন।

ওই রুটে বিআরটিসি, চাকলাদার, সেভেন ডিলাক্স, সেভেন স্টারসহ ১২টি পরিবহন প্রতিনিয়ত যাত্রী সেবা দিয়ে আসছিলো। এরইমধ্যে গত এক মাস ধরে সড়কটি দিয়ে কোন পরিবহন চলাচল করতে দেওয়া হচ্ছেনা।

আজ বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে নাম প্রকাশ না করার শর্তে একাধিক পরিবহনের সুপারভাইজার ও চালকরা অভিযোগ করে বলেন, গৌরনদী ভায়া গোপালগঞ্জ সড়ক দিয়ে খুলনা, বাগেরহাট, নড়াইল ও যশোরগামী যাত্রীরা স্বল্প সময়ে নিরাপদভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে পারতো।

গত এক মাস ধরে গৌরনদী ভায়া গোপালগঞ্জ সড়ক বন্ধ করে দিয়েছে বরিশাল বাস মালিক সমিতির নেতৃবৃন্দরা।

যে কারনে কোন পরিবহন ওই রুট ব্যবহার করে আগের ন্যায় যেতে পারছেনা। ফলে তাদের টেকেরহাট হয়ে খুলনা, বাগেরহাট, নড়াইল ও যশোর যেতে হচ্ছে। এতে একদিকে যেমন আগের চেয়ে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করা হয়, তেমনি যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অপরদিকে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে দুই ঘন্টারও অধিক সময় বেশি লাগছে।

একাধিক যাত্রীরা অভিযোগ করে বলেন, মালিক সমিতির খামখেয়ালিপনা ও হটকারী সিদ্ধান্তের কারনে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হলেও বিষয়টি দেখার যেন কেউ নেই। মালিক সমিতির দায়িত্বজ্ঞানহীন এমন কর্মকান্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এ রুটে চলাচলকারী অসংখ্য যাত্রীরা।

একাধিক পরিবহনের মালিকরা অভিযোগ করে বলেন, বিগত ২০০৯ সাল থেকে বরিশাল থেকে ভায়া গৌরনদী-গোপালগঞ্জ সড়ক ব্যবহার করে তারা অল্প ভাড়ায় কম সময়ের মধ্যে যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিচ্ছেন।

তারা আরও বলেন, এতোদিন কোন সমস্যা না হলেও গত একমাস ধরে ওই রুটে সকল পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক সমিতির নেতৃবৃন্দরা। এতে একদিকে যেমন যাত্রীদের ভোগান্তি বেড়েছে, অপরদিকে সময় ও তেল অপচয় বেশি হচ্ছে।

এনিয়ে একাধিকবার মালিক সমিতির সাথে দেনদরবার করেও কোন সুরাহা হয়নি। পরিবহন চলাচলের জন্য কোন চাঁদা চাওয়া হচ্ছে কিনা জানতে চাইলে পরিবহন মালিকরা বলেন, পরিস্থিতি এমন পর্যায়েই রয়েছে।

এ ব্যাপারে বরিশাল বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বলেন, লোকাল যাত্রী পরিবহন করার দায়ে রুটটি বন্ধ করা হয়েছে। রুট বন্ধের ক্ষমতা বাস মালিক সমিতির রয়েছে কিনা জানতে চাইলে তিনি তাদের মালিক সমিতির অফিসে চায়ের দাওয়া দিয়েছেন।

এ বিষয়ে বরিশাল বিআরটিএ’র বিভাগীয় পরিচালক জিয়াউর রহমান বলেন, রুট বন্ধ করার ক্ষমতা বাস মালিক সমিতির নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।

সার্বিক বিষয়ে বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/