রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি।
ঝালকাঠিতে ৩ দিন ব্যাপী নতুন কারিকুলাম নিয়ে মনিটরিং ও মেনটরিং প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। ২৩ মার্চ সকালে এই প্রশিক্ষণের শূভ উদ্বোধন করেন মাউশির বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন। ২৫ মার্চ বিকাল ৪ টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা শিক্ষা অফিসার সুনিল চন্দ্র সেন। এসময় বক্তব্য রাখেন ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ সুলতান আহমেদ,সিনিয়র শিক্ষক মোঃ আঃ কুদ্দুস প্রমুখ।প্রশিক্ষণে ১৯৭ জন প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান প্রশিক্ষণার্থী হিসেবে অংশ গ্রহণ করেন।প্রশিক্ষণের বিষয় ছিলো নতুন ও পরিমার্জিত সিলেবাস বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানদের মনিটরিং ও মেনটরিং করা। এই প্রশিক্ষণ গ্রহণ করে নতুন কারিকুলাম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
https://slotbet.online/