• মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০ অপরাহ্ন

উন্নয়ন ও সংস্কারের লক্ষ্যে ববি শিক্ষার্থীদের ৮০ দাবি

এনামুল হক, ববি প্রতিনিধি / ৫১ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সার্বিক উন্নয়ন ও শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে ৮০টি দাবি উত্থাপন করেছে শিক্ষার্থীরা। স্বল্পমেয়াদি, দীর্ঘমেয়াদি এবং কাঙ্ক্ষিত সংস্কারমূলক পদক্ষেপগুলোর ভিত্তিতে এই দাবিগুলো সাজানো হয়েছে।

গত ১৯ মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি সম্মিলিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই এই ৮০টি দাবি চূড়ান্ত করা হয় বলে জানা যায়। এর মধ্যে ৪১টি স্বল্পমেয়াদী, ২০টি দীর্ঘমেয়াদী ও ডিজিটালাইজেশনের লক্ষ্যে ১৯ টি দাবী উত্থাপন করা হয়।

দাবিগুলোর মধ্যে ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি, একাডেমিক ভবন নির্মান ও শতভাগ আবাসন নিশ্চিত করন, অনাবাসিক অভাবগ্রস্থ শিক্ষার্থীদের আবাসন ভাতা, শিক্ষক সংকট নিরসন, সেশন জট নিরসনে কার্যকরী পদক্ষেপ, মানসম্মত রাস্তা, রাস্তার পাশে ফুটপাত ও ড্রেন নির্মান, কেন্দ্রীয় গবেষণাগার, অডিটোরিয়াম জিমনেসিয়াম নির্মান, পুকুর-ডোবা সংস্কার, লাইব্রেরিতে সিট বৃদ্ধিকরণ, মাদকমুক্ত ক্যাম্পাস গড়াসহ বিভিন্ন সংকটসমূহ স্থান পেয়েছে।

দাবিসমূহের অধিকাংশই যৌক্তিক ও সময়োপযোগী বলে মত দেন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা। একই সাথে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, শিক্ষার্থীদের নিরাপত্তা, আবাসন, চিকিৎসা, পরিবহন ও প্রশাসনিক স্বচ্ছতা সংক্রান্ত দাবিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন অনেকেই।

মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, শিক্ষার্থীদের সম্মিলিত মতামত ও উপস্থাপিত দাবি দাওয়ার ভিত্তিতেই আমরা এই দাবিগুলো প্রণয়ন করেছি এবং ভিসি স্যারের নিকট পেশ করেছি। এগুলো বাস্তবায়ন হলে ক্যাম্পাসের সার্বিক সমস্যা অনেকাংশেই নিরসন হবে এবং পূর্বের তুলনায় শিক্ষা-কার্যক্রম ও ক্যাম্পাসের পরিবেশ শিক্ষার্থী বান্ধব হবে। আমরা আশা করবো ভিসি স্যার অবিলম্বে আমাদের দাবি বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করবেন।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, আমাদের দাবিগুলো যৌক্তিক। ক্লাসরুম সংকট, শিক্ষক সংকট, আবাসন সংকটগুলো অত্যন্ত জরুরী।

দাবিগুলো বাস্তবায়িত হলে বরিশাল বিশ্ববিদ্যালয় অনেকদূর এগিয়ে যাবে। এবিষয়ে ববি উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম জানান, শিক্ষার্থীদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। এগুলো শুধুমাত্র শিক্ষার্থীদের দাবিই  নয়, আমারও দাবী। অনেকগুলো কাজই আমরা ইতোমধ্যে সমাধান করেছি, কিছু কাজ শুরু হয়েছে।  বাকি কাজগুলো খুব দ্রুত  শুরু করতে পারবো আশা করি।

উপাচার্য আরও বলেন, দীর্ঘমেয়াদী কাজগুলো একটু সময়সাপেক্ষ, যথাযথ পদক্ষেপের মাধ্যমে আমরা সেগুলো এগিয়ে নিয়ে যাবো।

দাবিগুলো যেন রাজনীতি বা ব্যক্তিস্বার্থে প্রভাবিত না হয় এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যায় সেবিষয়ে গুরুত্বারোপ করেন ববি শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/