• রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
কলাপাড়ায় সর্বপ্রথম মসজিদের মুয়াজ্জিনের জন্য পেনশন চালু কুয়াকাটায় ৩ লক্ষাধীক টাকার ইয়াবা ও তৈরির কাঁচামাল  ক্রিস্টাল আইচ সহ আটক -৪  জুলাই সনদ ঘোষনার দাবিতে বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কলাপাড়ায় কৃষক বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পটুয়াখালী জেলা প্রশাসক  এ সরকার দেশের স্বার্থ বিক্রি করার জন্য আসেনি : নৌপরিবহন উপদেষ্টা নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে বরিশালে বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন শ্রমিক কল্যাণের উদ্যোগে জুলাই যোদ্ধাদের জন্য দোয়া মাহফিল অসহায়দের স্বাবলম্বী করতে সেলাই মেশিন ও ভ্রাম্যমান কফি মেকার বিতরন এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ৩৯ টাকা

গণমাধ্যমকর্মীদের হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে : চেয়ারম্যান প্রেস কাউন্সিল

স্টাফ রিপোর্টার / ২২২ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৮ মে, ২০২৫

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, গণমাধ্যম একটি দেশের চতুর্থ স্তম্ভ। গণমাধ্যমের মূলকাজ হচ্ছে স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। সাংবাদিকদের দলীয়করণ থেকে বেড়িয়ে এসে চাঞ্চল্যকর সংবাদ পরিবেশন ও হলুদ সংবাদিকতা বন্ধ করতে হবে। সংবাদপত্র ও সাংবাদিকদের সাথে স্বাধীনতা অস্থিমজ্জায় জড়িত।

আজ (রবিবার) বরিশাল সার্কিট হাউজ সম্মেলনকক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, রাজনীতি ব্যক্তিগত বিষয়। পেশাদারিত্বের ক্ষেত্রে নীতি নৈতিকতা থাকতে হবে। নিজস্ব মতামত পরিহার করে সাংবাদিকতা করতে হবে। এতে সংবাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়।

তিনি বলেন, সাংবাদিকদের আক্রমণাত্মক মনোভাব বর্জন করতে হবে। এজন্য দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। যার যার পেশায় সকলকে এক হতে হবে। প্রত্যেকটি সংবাদ মাধ্যমের একটা নিজস্ব নীতিমালা আছে, সেটা সাংবাদিকদের মেনে চলতে হবে। এছাড়া মিডিয়া ট্রায়াল না করে, আইন আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন থেকে বিরত থাকতে হবে। সবাইকে আচরণ বিধি মোতাবেক চলতে হবে।

বিচারপতি আরও বলেন, প্রেসক্লাব সাংবাদিকদের একটি মিলন কেন্দ্র। এটা নেতৃত্বের জন্য ব্যবহার করলে হবে না; এটাকে পেশাদারিত্বের জন্য ব্যবহার করতে হবে। একাডেমিক ডিগ্ৰি দিয়ে সাংবাদিকতা হয় না, এ জন্য সাংবাদিকতায় দক্ষতা অর্জন করতে হবে। শুধু অনার্স-মাস্টার্স করলেই হবে না, সাংবাদিকতায় শিক্ষা গ্ৰহণ করতে হবে। সাংবাদিকতায় একটা নীতিমালা তৈরি করার প্রক্রিয়া চলমান আছে। কার্ডধারী হলেই সাংবাদিক হওয়া যায় না, তার মধ্যে সাংবাদিকতার ন্যূনতম একটা ধারণা বা জ্ঞান থাকতে হবে। আইন সম্পর্কে জানতে হবে। কাজের ক্ষেত্রে দায়িত্বশীল না হলে জোর করে দায়িত্বশীলতা শিখানো যাবে না। তথ্য অধিকার আইন বিষয়ে জানতে হবে। আপনার অধিকার আপনার নিজেকেই আদায় করে নিতে হবে।

প্রশিক্ষণ কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ শরফুদ্দীন ও আঞ্চলিক তথ্য অফিস, বরিশালের উপপ্রধান তথ্য অফিসার মোছাঃ আফরোজা নাইচ রিমাসহ বরিশালের স্থানীয় প্রায় অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী গণমাধ্যমকর্মীদের মধ্যে প্রধান অতিথি সনদপত্র বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/