• শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় ৩ লক্ষাধীক টাকার ইয়াবা ও তৈরির কাঁচামাল  ক্রিস্টাল আইচ সহ আটক -৪  জুলাই সনদ ঘোষনার দাবিতে বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কলাপাড়ায় কৃষক বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পটুয়াখালী জেলা প্রশাসক  এ সরকার দেশের স্বার্থ বিক্রি করার জন্য আসেনি : নৌপরিবহন উপদেষ্টা নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে বরিশালে বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন শ্রমিক কল্যাণের উদ্যোগে জুলাই যোদ্ধাদের জন্য দোয়া মাহফিল অসহায়দের স্বাবলম্বী করতে সেলাই মেশিন ও ভ্রাম্যমান কফি মেকার বিতরন এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ৩৯ টাকা সৃষ্টিকর্তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য : যুবক আটক

অবরোধ শেষ রাত বারোটায়, ভোররাতে ইলিশ নিয়ে ঘাটে জেলেরা

আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা প্রতিনিধি / ৫৪ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

বঙ্গোপসাগরে ৫৮ দিনের অবরোধ শেষ হয়েছে রাত বারোটায়। ভোরে ট্রলার বোঝাই করে ইলিশ নিয়ে ঘাটে ফিরেছে জেলেরা। এ নিয়ে চলছে কানা ঘুষা।
গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন রাত বারোটা পর্যন্ত সমুদ্রে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে মৎস্য অধিদপ্তর। গতকাল বুধবার রাত ১২ টায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে।
অবরোধ শেষে শত শত জেলেরা ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকারের জন্য ছুটে যেতে দেখা গেছে।অন্যদিকে এর ভিন্ন চিত্রও দেখা গেছে। বুধবার রাতে অবরোধ শেষ হলেও ভোর রাতে গভীর সমুদ্রে থেকে ট্রলার বোঝাই করে ইলিশ সহ অন্যান্য মাছ নিয়ে আলীপুর-মহিপুর মৎস্য বন্দর ঘাটে ফিরে এসেছে জেলেরা। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
তবে অবরোধ শেষ হবার ১৫ দিন আগেই অনেক অসাধু জেলেরা অমান্য করে গভীর সমুদ্রে মাছ শিকারের জন্য জন্য চলে যায়। অবরোধ শেষ হতে না হতেই এসব জেলে ট্রলার ইলিশ নিয়ে ঘাটে ফিরতে শুরু করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার বিকেলে অনেক ট্রলার কুয়াকাটা সংলগ্ন সমুদ্রে নোঙর করে থাকতে দেখা গেছে। এসব ট্রলার অবরোধের সময় সীমা শেষ হবার সাথে সাথেই আলীপুর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র সহ বিভিন্ন মৎস্য আড়তঘাটে ফিরে এসে সকালেই খোলা বাজারে মাছ বিক্রি শুরু করেছে।
এদিকে প্রতিবছর অবরোধ শেষ হবার চব্বিশ ঘণ্টা আগে বরফ উৎপাদন এর অনুমতি দিয়ে থাকে কিন্তু চলতি বছর অবরোধ শেষ হবার ৮ দিন আগেই বরফকল গুলোতে বরফ উৎপাদন এবং বিপনন এর অনুমোদন দিয়েছেন জেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য কর্মকর্তারা। সাধারণ মানুষের অভিযোগ এরই সুযোগ নিয়েছে অসাধু জেলে ও আড়তদাররা। এরই মধ্যে গতকাল সকালে গভীর সমুদ্রে মাছ শিকাররত একটি ট্রলিং ট্রলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারের ১২ জেলেকে অপর একটি মাছধরা ট্রলারে ঊদ্ধার করা হয়েছে।
 অবরোধ শেষে গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়া জেলেরা আবহাওয়া অনুকুলে থাকলে ঝাঁকে ঝাঁকে ইলিশ নিয়ে তীরে ফিরে আসবেন এমনটাই প্রত্যাশা মৎস্যজীবিরা।
এবারই প্রথম ভারতের সঙ্গে মিল রেখে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। উপকূলের ৫৮ দিন মাছ ধরা থেকে বিরত থাকায় সামুদ্রিক ৪৭৫ প্রজাতির মাছের প্রজনন সুষ্ঠ হয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/