• রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় ৩ লক্ষাধীক টাকার ইয়াবা ও তৈরির কাঁচামাল  ক্রিস্টাল আইচ সহ আটক -৪  জুলাই সনদ ঘোষনার দাবিতে বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কলাপাড়ায় কৃষক বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পটুয়াখালী জেলা প্রশাসক  এ সরকার দেশের স্বার্থ বিক্রি করার জন্য আসেনি : নৌপরিবহন উপদেষ্টা নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে বরিশালে বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন শ্রমিক কল্যাণের উদ্যোগে জুলাই যোদ্ধাদের জন্য দোয়া মাহফিল অসহায়দের স্বাবলম্বী করতে সেলাই মেশিন ও ভ্রাম্যমান কফি মেকার বিতরন এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ৩৯ টাকা সৃষ্টিকর্তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য : যুবক আটক

পটুয়াখালী ইউপি প্যানেল চেয়ারম্যান নির্বাচনে ভূল সিদ্ধান্তের অভিযোগ

বাদল হোসেন,পটুয়াখালী / ৩১ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৪ জুন, ২০২৫

ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান নির্বাচনকে ভুল সিদ্ধান্ত মনে করে পুনরায় স্বচ্ছ পন্থায় নির্বাচিত করার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন পটুয়াখালী সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ।

আবেদনপত্র থেকে জানা যায়, ভূরিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচনের জন্য ইউপি সদস্যগন একাধিকবার সভায় মিলিত হয়েও সিদ্ধান্ত নিতে পারে নাই। গত ১৯ মে সদর উপজেলা ও ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইউপি সদস্যদের নিয়ে একটি সভা করেছিল। ঐদিনের সভায় ইউপি সদস্যদেরকে ভুল বুঝিয়ে প্যানেল চেয়ারম্যান নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণের পূর্বে রেজুলেশন/সাদা কাগজে সকল ইউপি সদস্যের স্বাক্ষর নেয়া হয়। পরবর্তীতে ইউপি সদস্যদের অনিচ্ছা থাকা সত্ত্বেও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ এনায়েত হোসেনকে প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে ঘোষণা করা হয়।

আরো জানা যায়, ইউপি সদস্য এনায়েত হোসেন ফ্যাসিবাদী আওয়ামী লীগের একজন দোষর। ছাত্র জনতার অভ্যুত্থানকালীন জেলার ও উপজেলার আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। এছাড়াও ফ্যাসিবাদী আমলে তিনি আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক মিটিং ও মিছিলে অংশগ্রহণ করেছিল যার বিভিন্ন তথ্যচিত্র রয়েছে। এছাড়াও সে ভূরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল আহমেদ এর ঘনিষ্ঠ সহচর। রুবেল আহমেদ জেলা কৃষকলীগের সম্পাদক মন্ডলীর সদস্য এবং সমালোচিত সাবেক সচিব ফয়েজ আহমেদ এর ভাগিনা। ফ্যাসিবাদীর রাজনৈতিক কর্মী ও চেয়ারম্যান হওয়ায় বহিষ্কার হওয়ার আশঙ্কায় রুবেলের ঘনিষ্ঠতম ও বিশ্বস্ত ইউপি সদস্য এনায়েত হোসেন কে প্যানেল চেয়ারম্যান নির্বাচন করা হয় বলে জানা যায়।

ভুরিয়া ইউপি চেয়ারম্যান রুবেল আহমেদ বলেন, আমার সাথে এনায়েত হোসেনের ভাল সম্পর্কে থাকতেই পারে কিন্তু সে বিএনপি করে। আওয়ামিলীগের প্রোগ্রামে তার ছবি আছে জানি। আমি চেয়ারম্যন না থাকলে তখন প্রশাসন বুঝবে কিভাবে ইউনিয়ন পরিষদ চলবে।

পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোঃ আরেফিন বলেন, অভিযোগের ব্যাপারে অবগত রয়েছি। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/