• রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
কলাপাড়ায় সর্বপ্রথম মসজিদের মুয়াজ্জিনের জন্য পেনশন চালু কুয়াকাটায় ৩ লক্ষাধীক টাকার ইয়াবা ও তৈরির কাঁচামাল  ক্রিস্টাল আইচ সহ আটক -৪  জুলাই সনদ ঘোষনার দাবিতে বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কলাপাড়ায় কৃষক বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পটুয়াখালী জেলা প্রশাসক  এ সরকার দেশের স্বার্থ বিক্রি করার জন্য আসেনি : নৌপরিবহন উপদেষ্টা নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে বরিশালে বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন শ্রমিক কল্যাণের উদ্যোগে জুলাই যোদ্ধাদের জন্য দোয়া মাহফিল অসহায়দের স্বাবলম্বী করতে সেলাই মেশিন ও ভ্রাম্যমান কফি মেকার বিতরন এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ৩৯ টাকা

ঢেউয়ের তান্ডবে ভেঙ্গে গেছে মেরিন ড্রাইভ

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া / ৭৩ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
Oplus_16908288

নিম্মচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর। ঢেউয়ের তান্ডবে ভেঙ্গে গেছে কুয়াকাটা মেরিন ড্রাইভ সড়ক।। কাঁচা ঘরবাড়ি, গাছপালা ও মাছের ঘেরের ব্যাপক ক্ষতিসাধন

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, ২৯ মে।। নিন্মচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগরের ঢেউয়ের তান্ডবে ভেঙ্গে গেছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা নির্মানাধীন মেরিন ড্রাইভ সড়ক। পাশাপাশি দমকা হাওয়ায় সমুদ্রতীরে গাছপালার ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। ভেঙ্গে গেছে অর্ধশত কাঁচা ঘরবাড়ি। এছাড়া ওয়াপদা বেড়ীবাঁধের বাইরে শতশত ঘর-বাড়ি, দোকান-পাট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। মাছের ঘেরে পানি ঢুকে ভেসে গেছে কোটি টাকার বিভিন্ন প্রজাতির মাছ। ক্ষতি হয়েছে বর্ষাকালীন সবজির ক্ষেত। নদ নদী পানি বৃদ্ধি নিম্মাঞ্চলের মানুষ অপেক্ষাকৃত উঁচু স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে। বৃহস্পতিবার থেকে গোটা উপকূলজুড়ে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনও কখনও মৃদু দমকা বাতাস বইছে। ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) কলাপাড়ার সহকারী পরিচালক আসাদুজ্জামান খান জানান, তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যাওয়ার নির্দেশনা রয়েছে।
বিভিন্ন স্থান ঘুড়ে দেখা যায়, বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের প্রভাবে কলাপাড়ায় পায়রা বন্দরসহ গোটা উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল অস্বাভাবিক জোয়ারের জলোচ্ছ্বাসে ভাসছে। বুধবার দুপুরে অস্বাভাবিক জোয়ারের জলোচ্ছ্বাসে চরম দুরাবস্থায় পড়েছেন ওইসব এলাকার মানুষ। তাদের অনেকের বাড়িঘরের উঠোন থেকে রান্নার চুলা পর্যন্ত ডুবে গেছে। উনুনে হাড়ি ওঠেনি বহু পরিবারের।
ধানখালীর পশ্চিম লোন্দা গ্রামের বাসিন্দার জানান, তাদের ওখানে ২৫০ পরিবারের বসবাস। নদী তীরের রিংবেড়িবাঁধ উপচে জোয়ারের পানিতে সব তলিয়ে গেছে। একই দশা চর গঙ্গামতি এলাকার। তবে রাতের জোয়ারে ফের আরেক দফা ডুবে যাওয়ার আশঙ্কায় আছেন এসব মানুষ। তাদের দাবি, আগের বছরগুলোতে এই সময় এমন অস্বাভাবিক জোয়ার দেখেননি।
আন্দারমানি নদী সংলগ্ন অধিবাসী গৌতম চন্দ্র হালাদার জানান, তার ঘরের ভিতর প্রায় তিন ফুট পানিতে প্লাবিত হয়েছে। এতে আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী ভিজে ব্যাপক ক্ষতি হয়েছে। তাদের দুপুরের রান্না হয়নি।
কুয়াকাটা সি ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক মো.জনি আলমগীর জানান, জোয়ারের সময় বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের তান্ডবে কুয়াকাটার মেরিন ড্রাইভের অন্ততঃ দুই কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া ব্যাপকভাবে ক্ষতি হয়েছে সমুদ্রতটের শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীদের।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম সাংবদিবদের জানান, তিনি এ বিষয় খোঁজ-খবর নেওয়ার জন্য ইউপি চেয়ারম্যান ও প্রশাসকদেরকে নির্দেশনা দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/