চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইসরাক হোসেনকে অবিলম্বে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বরিশালের গৌরনদীতে বিক্ষোভ মিছিল ও গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার (২২ মে) বেলা এগারোটার দিকে সরকারি গৌরনদী কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ শেষে মহাসড়ক অবরোধ করে গণঅবস্থান কর্মসূচি পালন করে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গণঅবস্থান কর্মসূচি পালনের আগে সরকারি গৌরনদী কলেজের শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়ার যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শফিকুর রহমান স্বপন, সিনিয়র যুগ আহবায়ক কামরুজ্জামান খোকন, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব বশির আহম্মেদ পান্না, যুগ্ম সচিব সরোয়ার হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইয়েদুল আলম সেন্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইশরাক হোসেনকে মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। দাবী আদায় না হলে আরো কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন।
এ রকম আরো সংবাদ...