রক্তদানে উৎসাহী হয়ে উঠেছে দেশের তরুণ সমাজ। বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে সক্রিয় হয়ে উঠেছে অসংখ্য স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন। এই উদ্যোগগুলো শুধু জরুরি রক্তের চাহিদা পূরণেই নয়, বরং একটি মানবিক ও সংহত সমাজ গঠনে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
বরিশালে বর্তমানে অন্তত এক ডজন রক্তদাতা সংগঠন নিয়মিত ক্যাম্পেইন, জনসচেতনতা বৃদ্ধি এবং রক্ত সংগ্রহ ও সরবরাহ কার্যক্রম পরিচালনা করছে। বরিশাল ব্লাড ডোনারস ক্লাব (বিবিডিসি),মানবিক ব্লাড ডোনার্স ক্লাব,টিম ৪৮ ঘন্টা সহ বেশ কয়েকটি সংগঠন বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে।
সাম্প্রতিক সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন যুব সংগঠনের সক্রিয় অংশগ্রহণ রক্তদানে নতুন গতি এনে দিয়েছে। বিশ্ববিদ্যালয় ও কলেজভিত্তিক স্বেচ্ছাসেবকরা শুধু রক্ত জোগান নয়, রক্তদানের বিষয়ে ভয় ও ভুল ধারণা দূর করতেও সচেতনতা তৈরি করছেন।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রক্ত বিভাগের একজন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, সাম্প্রতিক বছরগুলোতে স্বেচ্ছায় রক্তদানের প্রবণতা আশাব্যঞ্জক হারে বেড়েছে। ফলে সংকট অনেকটা কমে এসেছে।
বিশেষজ্ঞদের মতে, এসব সংগঠনের কার্যক্রম ভবিষ্যতে একটি জাতীয় রক্তব্যবস্থা গঠনের ভিত্তি হিসেবে কাজ করতে পারে। সংগঠিত প্রয়াস ও প্রযুক্তিনির্ভর যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে দেশে একটি টেকসই রক্ত সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব।
https://slotbet.online/