• শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় ৩ লক্ষাধীক টাকার ইয়াবা ও তৈরির কাঁচামাল  ক্রিস্টাল আইচ সহ আটক -৪  জুলাই সনদ ঘোষনার দাবিতে বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কলাপাড়ায় কৃষক বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পটুয়াখালী জেলা প্রশাসক  এ সরকার দেশের স্বার্থ বিক্রি করার জন্য আসেনি : নৌপরিবহন উপদেষ্টা নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে বরিশালে বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন শ্রমিক কল্যাণের উদ্যোগে জুলাই যোদ্ধাদের জন্য দোয়া মাহফিল অসহায়দের স্বাবলম্বী করতে সেলাই মেশিন ও ভ্রাম্যমান কফি মেকার বিতরন এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ৩৯ টাকা সৃষ্টিকর্তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য : যুবক আটক

কালাবদর নদীর ভাঙ্গনে দিশেহারা মেহেন্দিগঞ্জের কয়েক হাজার মানুষ

স্টাফ রিপোর্টার / ৩০ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

মেঘনার শাখা কালাবদর নদীর ভাঙ্গনে দিশেহারা হয়ে পরেছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দুটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ। উপজেলার দুটি ইউনিয়ন এর বেশ কয়েকটি গ্রাম এখন নদীতে বিলিন হয়ে গেছে। বাকি গ্রাম গুলো এখন ভাঙ্গন কবলিত। ইউনিয়ন দুটি হচ্ছে জয়নগর ও দরিচর খাজুরিয়া।

জয়নগর ইউনিয়নের রহমানের হাট, নলবুনিয়া, চুনারচর গ্রম তিনটি এখন টিকে আছে কোন রকম। আর দরিচর খাজুরিয়া ইউনিয়নের বামনের চর, দরিচর খাজুরিয়া গ্রাম দুটি বিলিনের পথে।
নদী ভাঙ্গনে ফসলি জমি, বসত ভিটাসহ সহায় সম্বল হারিয়ে এই দুই ইউনিয়নের কালাবদর নদীতীরের অনেক বাসিন্দা। এখন ভাঙ্গনের আশঙ্কায় অনেকে বসতি সরিয়ে নিচ্ছেন।

নলবুনিয়া ও রহমানের হাট গ্রামের কয়েকশত মিটার এলাকাজুড়ে ভাঙ্গনের হুমকিতে দাড়িয়ে আছে শতাধিক পরিবার, নলবুনিয়া সরকারী প্রাথমিক বিদয়ালয়, দরিচরখাজুরিয়া সরকারী প্রাথমিক বিদয়ালয়, সরিফের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ, ইটের হেরিংবন সড়কসহ নলবুনিয়া, রহমানের হাট, দরিচরখাজুরিয়া গাজীর হাট বাজার। নদী ভাঙ্গনে ভাঙ্গতে ভাঙ্গতে অনেক পরিবারের আঙ্গিনায় পৌছে গেছে।

রাক্ষুসে কালাবদর নদীর কড়াল গ্রাসে দরিচরখাজুরিয়া ইউনিয়ন একন টিকে আছে একটি গ্রামের উপর ভরসা করে। এই ইউনিয়নের বাকি তিনটি গ্রাম নদীগর্ভে বিলিন হয়ে গেছে আরো কয়েক বছর আগেই।
এই ইউনিয়নের বাসিন্দা সোলায়মান বেপারী বলেন, আমরা বারবার ভাঙ্গন কবলিত হয়ে ভিটে মাটি হারিয়ে এখন নিশ্ব হয়ে অন্যের জায়গায় ঘড় তুলে বসবাস করতেছি। জনপ্রতিনিধি আসে যায় আর ভাঙ্গন রোধের প্রতিশ্রুতি দিয়ে যায়। তবে কোন কাজ হয়নি আজও। যুগের পর যুগ নদীর এই চোখ রাঙ্গানি দেখতে দেখতে আমরা এখন শক্ত হয়ে গেছি। কারোকাছে এখন আর কিছু বলিনা।

জয়নগর ইউনিয়নের বাসিন্দা আনিছুর রহমান বলেন, জয়নগর ইউনিয়নের তিনটি গ্রাম রহমানের হাট, নলবুনিয়া ও চুনারচর যে কোন সময় ইউনিয়নের মানচিত্র থেকে বিলিন হয়ে যাবে।
দেশের সকল নদীর ভাঙ্গন রোধে সরকার জিওব্যাগ ও ব্লক বাধ দিলেও আমাদের ভাগ্যে তা জোটেনি বলে দাবী তার। তিনি কালাবদর নদীর ভাঙ্গন কবলিত দুটি ইউনিয়নকে রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারময়ান মো : মনির হোসেন হাওলাদার এবিষয়ে বলেন, আমরা কতৃপক্ষের কাছে বারবার ধরনা দিয়েও নদী ভাঙ্গন রোধে কোন প্রকল্প পাইনি। তিনি বলেন তার ইউনিয়নের এখন কয়েক শত বসত বাড়ী, কয়েকটি স্কুল, মাদ্রাসা ও মসজিদসহ কয়েকশত মিটার এলাকা একন ভাঙ্গনের হুমকিতে রয়েছে।
তার মতে মকবুলখার হাট থেকে নলবুনিয়া হয়ে দরিচরখাজুরিয়া পর্যন্ত প্রায় ৫ কিলো মিটার এলাকার কয়েকশত পরিবার এখন ভাঙ্গনের হুমকিতে রয়েছে।

চেয়ারম্যান মনির বলেন বিষয়টি স্থানিয় সংসদ সদস্য পঙ্কজ দেব নাথ অবগত আছেন। তিনি কয়েকবার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন।
এবিষয়ে স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ দেব নাথ বলেন, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র ও পদ্মা সেতুর ভারী যন্ত্রপাতি এই নদী দিয়ে পরিবহনের করনে ৫ মিটার গভিরতায় নদী ড্রেজিং করতে হয়েছে। ফলে কালাবদর নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। এখন নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাধের জন্য একটি প্রকল্প প্রনয়ন প্রক্রিয়াধিন রয়েছে। আশা করি শিগ্রই এই প্রকল্প পাশ হয়ে আসবে এবং নদী ভাঙ্গন রোধে টেকসই বাধ নির্মান হবে।

তবে এবিষয়ে আলাপকালে বরিশাল পানিউন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালিদ বিন ওয়ালিদ বলেন, কালাবদর নদীর জয়নগর ও দরিচর খাজুরিয়া ইউনিয়ন দুটির ভাঙ্গন কবলিত এলার জন্য আমাদের কাছে এখনও কোন তথ্য নেই। এমনকি ওই এলাকার নদী ভাঙ্গন রোধে কোন প্রকল্পও নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/