• শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় ৩ লক্ষাধীক টাকার ইয়াবা ও তৈরির কাঁচামাল  ক্রিস্টাল আইচ সহ আটক -৪  জুলাই সনদ ঘোষনার দাবিতে বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কলাপাড়ায় কৃষক বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পটুয়াখালী জেলা প্রশাসক  এ সরকার দেশের স্বার্থ বিক্রি করার জন্য আসেনি : নৌপরিবহন উপদেষ্টা নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে বরিশালে বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন শ্রমিক কল্যাণের উদ্যোগে জুলাই যোদ্ধাদের জন্য দোয়া মাহফিল অসহায়দের স্বাবলম্বী করতে সেলাই মেশিন ও ভ্রাম্যমান কফি মেকার বিতরন এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ৩৯ টাকা সৃষ্টিকর্তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য : যুবক আটক

আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে সবচেয়ে বাজে অবস্থায় বাংলাদেশ

দর্পন ডেস্ক / ১৩৪ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

গত একটি বছরে শুধু পেছনের পায়েই হেঁটেছে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট। ৮টি ম্যাচ খেলে ৭টিতেই হেরেছে। ১টি জয় কেবল আফগানিস্তানের বিপক্ষে। ফলটাও হাতেনাতে পেয়ে গেলো টাইগাররা। আইসিসির বার্ষিক হালনাগাদ করা র‍্যাংকিংয়ে বাংলাদেশ নেমে গেছে তালিকার ১০ নম্বর স্থানে। সাম্প্রতিক সময়ে এতটা বাজে অবস্থা বাংলাদেশের হয়নি, এবার যতটা হলো।

গত বছর নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের শারজায় আফগানদের কাছে সিরিজ হেরেছিল বাংলাদেশ। ওই সিরিজের পর টাইগাররা নেমে গিয়েছিলো র‍্যাংকিংয়ের ৯ নম্বরে। এবার সেখান থেকে আরও অবনমন ঘটেছে বাংলাদেশের। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে জিম্বাবুয়ে আর আয়ারল্যান্ড আছে শুধু বাংলাদেশের পেছনে।

প্রায় ১৯ বছর আগে, ২০০৬ সালে সর্বশেষ আইসিসি র‍্যাংকিংয়ে ১০ নম্বরে ছিল বাংলাদেশ। সেবার অক্টোবরের ১৬ তারিখ বাংলাদেশ প্রথম আইসিসি র‍্যাংকিংয়ে ৯ম স্থানে উঠেছিল। তার আগে ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানোর আগে বাংলাদেশ ছিল ১১তম স্থানে।

অস্ট্রেলিয়াকে হারানোর পর কেনিয়াকে টপকে সেরা ১০-এ আসে বাংলাদেশ। এরপর ২০০৬ সালে প্রথম জিম্বাবুয়েকে পেছনে ৯-এ উঠে আসে টাইগাররা। ১৯ বছর পর আবারও পুরনো অবস্থায় ফিরে গেলো বাংলাদেশ।

২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছিলো টাইগাররা। এরপর ঘরের মাঠে ভারত, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে উঠে এসেছিল ৭ নম্বরে। এর দুই বছর পর, ২০১৭ সালের মে’তে বাংলাদেশ ওঠে ৬ নম্বরে। এরপর সর্বশেষ ২০২২ সালের দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাটিতে হারিয়ে আবারও ৬ নম্বরে উঠেছিল টাইগাররা। এরপর থেকেই পতন শুরু। নামতে নামতে দশ নম্বরে নেমে গেছে নাজমুল হোসেন শান্ত অ্যান্ড কোং।

বার্ষিক হালনাগাদ করা ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষে রয়েছে ভারত। তাদের রেটিং পয়েন্ট ১২৪। ১০৯ রেটিং নিয়ে দুইয়ে নিউজিল্যান্ড। সমান রেটিং, তবে ভগ্নাংশে পিছিয়ে তিনে অস্ট্রেলিয়া। ১০৪ পয়েন্ট নিয়ে চারে শ্রীলঙ্কা, সমান পয়েন্টে পাঁচে পাকিস্তান। ৯৬ পয়েন্ট নিয়ে ৬-এ দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান সাত নম্বরে। তাদের পয়েন্ট ৯১।

২০১৯ এর চ্যাম্পিয়ন ইংল্যান্ডেরও খুব বাজে অবস্থা। তারা নেমে গেছে ৮ নম্বরে। পয়েন্ট ৮৪। ৮৩ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৬।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/