পটুয়াখালীর মহিপুরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি চিহ্নিতকরণ এবং গ্রামভিত্তিক অভিযোজন পরিকল্পনা প্রণয়ন শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল থেকে শুরু হয়ে দুই দিনব্যাপী এই কর্মসূচি মহিপুর ইউনিয়নের নিজশিববাড়িয়া গ্রামে জাহানারা বেগমের বাড়ি অনুষ্ঠিত হয়।
‘বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য পরিবেশবান্ধব কৃষি চর্চার মাধ্যমে জলবায়ু সহনশীল অভিযোজন কৌশল বৃদ্ধিতে সক্ষমতা অর্জন (একর্যাব) প্রকল্প’-এর আওতায় কারিতাস বরিশাল অঞ্চলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে সকাল ১০টায় নিজশিববাড়িয়া গ্রাম পরিদর্শন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইউনিয়ন পরিষদ সদস্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, শিক্ষক, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, একর্যাব প্রকল্পভুক্ত কৃষাণী, কারিতাস কর্মী, সাংবাদিক ও সাধারণ জনগণ অংশ নেন।
পরিদর্শন শেষে গ্রামের একটি চিত্রম্যাপ প্রণয়ন করা হয়, যেখানে বাড়িঘর, রাস্তা, কালভার্ট, খাল, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমিসহ জলবায়ুজনিত ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করা হয়।
পরবর্তীতে সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কারিতাস বরিশাল অঞ্চল, প্রয়াস প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. জামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়ার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আশরাফ আলী, উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)-র নির্বাহী পরিচালক ও জাতীয় দৈনিক ‘আজকালের কণ্ঠ’ পত্রিকার উপ-সম্পাদক মো. মিজানুর রহমান, মহিপুর ইউনিয়ন পরিষদ সদস্য মো. আ. মালেক খলিফা, ধরিত্রী প্রকল্পের ফ্যাসিলিটেটর নিয়ন্ত গমেজ, ফিল্ড ফ্যাসিলিটেটর কাজল ঘরামী এবং একর্যাব প্রকল্পের অন্যান্য কমিউনিটি মোবিলাইজারগণ।
https://slotbet.online/